শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
সাতক্ষীরার তালায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে অসামান্য অবদান রাখার জন্য ৬ জন উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার, ২৯ জুন ২০২৫, বিকালে তালা শিল্পকলা একাডেমী হলরুমে এই সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিট এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং দুই হাজার টাকার চেক তুলে দেন অতিথিরা।
এই সম্মাননা প্রাপ্ত উদ্যোক্তাদের মধ্যে ফসল খাতে মেহেদী হাসান আগাম টক মিষ্টি বরই চাষের জন্য এবং মোঃ আব্দুর রশিদ অমৌসুমী তরমুজ চাষের জন্য পুরস্কৃত হন। মৎস্য খাতে মোঃ মুশফিকুর রহমান বাহারী মাছের জন্য এবং মোঃ নাইমুল হাসান মাছের পোনা উৎপাদনের জন্য সম্মাননা পান। প্রাণিসম্পদ খাতে রেশমা বেগম হাইব্রিড লেয়ার মুরগি পালন এবং পারুল বেগম কবুতর পালনের জন্য সমন্বিতভাবে পুরস্কার পান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলী এবং সঞ্চালনায় ছিলেন কৃষি ইউনিটের কৃষিবিদ নয়ন হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাছুম বিল্লাহ্ এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিক ইমাম।
অনুষ্ঠানটি বিশিষ্টজনদের উপস্থিতিতে সমৃদ্ধ হয়, যেখানে বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সম্মাননা প্রাপ্ত কৃষকরা তাদের কৃষি কর্মের সফলতার গল্প দুশতাধিক কৃষকের মাঝে তুলে ধরেন। এই উদ্যোগটি সাতক্ষীরায় কৃষি ও মৎস্য খাতে উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।



















