সাতক্ষীরা জাতীয় পর্যায়ে আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট -২০২৪ চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরা জেলা প্রশাসকের সভাপতিত্বে সাতক্ষীরা জাতীয় পর্যায়ে আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট -২০২৪ চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

সাতক্ষীরা জাতীয় পর্যায়ে আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট -২০২৪ চ্যাম্পিয়ন দল কালিগঞ্জ উপজেলার ডিআরএম আইডিয়াল কলেজের খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১৫ মে '২৫) বেলা ১১ টায় এ সংবর্ধনা প্রদান করা হয়। 

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদের সভাপতিত্বে সংবর্দনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, এনডিসি প্রনয় বিশ্বাস, ডিআরএম আইডিয়াল কলেজের অধ্যক্ষ আবুল বাশার, ভাইস প্রিন্সিপাল সালাউদ্দিন, ক্রীড়া শিক্ষক মাহবুবুর রহমান, কোচ ফারুক হোসেন, অধিনায়ক আনিছুর রহমান প্রমুখ।

জেলা প্রশাসক এসময় বলেন, সাতক্ষীরার ছেলে মেয়েরা সকল খেলায় এগিয়ে। তরুণ শিক্ষার্থীরা এই খেলার মাধ্যমে জেলার মুখ উজ্জ্বল করেছে। এটা জেলার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন, আগামীতে তোমরা আরো ভালো কিছু করতে পারবে। তোমাদরকে খেলাধুলার পাশাপাশি পড়াশুনায়ও ফাস্ট হতে হবে। 

উল্লেখ্য : জাতীয় পর্যায়ে আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট -২০২৪ এর ফাইনাল খেলায় কালিগঞ্জ উপজেলার ডিআরএম আইডিয়াল কলেজ ও সিলেটের তাজপুর ডিগ্রী কলেজ অংশ গ্রহন করে। খেলায় ডিআরএম আইডিয়াল কলেজ ৩-১ গোলে বিজয়ী হয়।

没有找到评论