শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশ (ডিবি) এর বিশেষ অভিযানে বিপুলপরিমাণ সরকারি বিভিন্ন ধরনের ঔষধসহ ১ যুবক আটক হয়েছে।
শনিবার (৩১ মে '২৫) রাতে সদরের পুরাতন সাতক্ষীরার (কল বাগান পাড়া) এলাকায় এ’আটকের ঘটনা ঘটে। 
আটককৃতের নাম মোঃ রাজিব উদ্দিন (৩৫)। সে কালীগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের মৃত সাদেক আলী গাজী’র ছেলে ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রকল্পে চুক্তিভিত্তিক কর্মচারী। 
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্যা জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিকনির্দেশনায় ডিবি পুলিশের এসআই পিন্টু লাল দাস সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন সাতক্ষীরা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুলপরিমাণ সরকারি বিভিন্নধরনের ঔষধ সহ ১ জনকে আটক করাহয়। উদ্ধারকৃত ঔষধের আনুমানিক মূল্য লক্ষাধীক টাকা।
পরবর্তীতে রবিবার (০১ জুন'২৫) সকালে উল্লেখিত ঘটনায় সাতক্ষীরা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			