close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় মালামাল আটক..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার ভারতীয় মালামালসহ আটক ৩ জন

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরায় বুধবার (০৯ জুলাই '২৫) থেকে বৃহস্পতিবার  (১০ জুলাই '২৫) পর্যন্ত পৃথক অভিযানে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কোটি টাকার ভারতীয় মালামাল আটক করেছে। অভিযানে একটি ট্রাকসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের তত্ত্বাবধানে সম্পন্ন হওয়া এই অভিযানে ভারত থেকে চোরাইপথে আনা বিভিন্ন ধরনের মালামাল জব্দ করা হয়।

বুধবার দুপুর আড়াইটার দিকে ভোমরা স্থল বন্দরের ফলমোড়ে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে চিংড়ি মাছের রেনুপোনা সহ দুইজনকে আটক করা হয়। ট্রাকটি (ঢাকা মেট্রো-উ-১১-৭৭৭৭) ভোমরা আইসিপি দিয়ে ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসছিল। জব্দকৃত চিংড়ি মাছের রেনুপোনার বাজারমূল্য প্রায় ৮৪ লাখ ২০ হাজার টাকা। আটককৃতদের মধ্যে পটুয়াখালীর বাউফল থানার মোঃ মেহেদী হাসান এবং সাতক্ষীরা জেলার মোঃ তরিকুল ইসলাম অন্তর্ভুক্ত।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিজিবির বিশেষ অভিযান আরও বেশ কয়েকটি সীমান্ত এলাকায় পরিচালিত হয়। ভোমরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ২২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং প্রায় সাড়ে নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল উদ্ধার করা হয়। পাশাপাশি, গাজীপুর, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এবং আরও কয়েকটি বিওপির অভিযানে প্রায় ৯ লাখ ৪৭ হাজার টাকার ভারতীয় ঔষধ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে এসব সামগ্রী বাংলাদেশে পাচার করছিল। এই ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে দেশ বঞ্চিত হচ্ছে।

আটককৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং মাদকদ্রব্যসমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা হয়েছে। এগুলো পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।

এই অভিযান দেশের সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে পরিচালিত হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি আরও কড়া পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান অধিনায়ক।

Ingen kommentarer fundet