close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় বিজিবির বিরুদ্ধে চোরাচালান বিরোধী অভিযানে ৭ লাখ টাকার ভারতীয় শাড়ি, ঔষধ ও মাদকদ্রব্য জব্দ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
বিজিবি'র চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরায় ৭ লাখ টাকার ভারতীয় শাড়ি, ঔষধ ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঔষধ ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ঘোনা, কুশখালী, কালিয়ানী, কাকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন সীমান্ত থেকে শনিবার (১৭ মে'২৫) এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল বটতলা নামক সীমান্ত থেকে ২০০ পিস ভারতীয় কাটাগ্রা (নেশাজাতীয়) ট্যাবলেট, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল দাঁতভাঙ্গা বিল নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল হাসের খামার নামক স্থান হতে ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

এছাড়া কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল গেড়াখালী নামক সীমান্ত থেকে ১ হাজার পিস ভারতীয় কাটাগ্রা (নেশাজাতীয়) ট্যাবলেট, একই বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল গেড়াখালী ও কেড়াগাছি নামক স্থান হতে ২ লাখ ১১ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল চাঁদা সুইচগেট নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে। 

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৬ লাখ ৭১ হাজার টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা এসময় পালিয়ে যাওয়ায় বিজিবি তাদের আটক করতে সক্ষম হননি।

বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জব্দকৃত মাদকদ্রব্য সমুহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator