close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরা ভূমি অফিসে গোলঘরে বৈদ্যুতিক ফ্যান নেই! প্রচন্ড গরমে সেবা গ্রহীতারা ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
কেউ ভাবে না কারোর কথা আমাদের সকলকে মানবিক হতে হবে। সাতক্ষীরা ভূমি অফিসে ভূমি সেবা নিতে এসে প্রচন্ড গরমের মধ্যে ভূমি অফিসের গোল ঘরে নেই কোন বৈদ্যুতিক ফ্যান, নেই কোন খাবার পানি, সুপেয় পানির ব্যবস্থা নে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

কেউ ভাবে না কারোর কথা আমাদের সকলকে মানবিক হতে হবে। সাতক্ষীরা ভূমি অফিসে ভূমি সেবা নিতে এসে প্রচন্ড গরমের মধ্যে ভূমি অফিসের গোল ঘরে নেই কোন বৈদ্যুতিক ফ্যান, নেই কোন খাবার পানি, সুপেয় পানির ব্যবস্থা নেই। প্রচন্ড গরমে সেবা গ্রহীতারা অসুস্থ হয়ে পড়ছে।

রবিবার (১৫ জুন '২৫) দুপুরে সাতক্ষীরা সদরে বললি ইউনিয়নের রায়পুর গ্রামের বৃদ্ধ আনছার আলী জানান, সকাল থেকে ভূমি অফিসে বসে আছি জমি জায়গার কাজের জন্য প্রচন্ড গরমে কষ্ট পাচ্ছি। এখানে একটু ফ্যানের ব্যবস্থা করা হলে ভালো হতো। সদরে আলীপুর ইউনিয়নের শামসুর আলী মোল্লা বলেন, অতিরিক্ত গরম এখানে খুব কষ্ট হচ্ছে। কর্মকর্তাদের অফিসে ফ্যান আছে। এখানে একটা দুইটা ফ্যান প্রয়োজন।

আশাশুনি উপজেলার মোঃ নাসির উদ্দিন বলেন, সকাল থেকে বসে আছি দুপুর হতে গেল প্রচন্ড গরমে সবাই কষ্ট পাচ্ছে। এখানে ফ্যান খুবই দরকার। 

Nenhum comentário encontrado