close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় আম বাজারজাতের চেষ্টাকালে ট্রাক ভর্তি ৮ টন আম জব্দ করে ধ্বংস..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরায় অপরিপক্ক আম বাজারজাতের চেষ্টাকালে ট্রাক ভর্তি ৮ টন আম জব্দ করে ধ্বংস করেছে জেলা প্রশাসন। ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে বিষয়টি শনাক্ত করেন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: সাতক্ষীরায় অপরিপক্ক আম বাজারজাতের চেষ্টাকালে ট্রাক ভর্তি ৮ টন আম জব্দ করে ধ্বংস করেছে জেলা প্রশাসন।

শনিবার (০৩ মে '২৫) ষ সকাল ১০টায় সাতক্ষীরা বাইপাস সড়কে এই অভিযান পরিচালিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে বিষয়টি শনাক্ত করেন। পরে তারা আমবাহী একটি ট্রাক আটক করে জেলা প্রশাসনকে খবর দেন। ট্রাকটিতে মোট ৪১৭ ক্যারেটে আট টন গোবিন্দভোগ জাতের অপরিপক্ক আম ছিল।যার বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। এছাড়া খালি ক্যারেটগুলো ৬৭ হাজার ৫০০ টাকায় নিলাম করা হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ বলেন, "সাতক্ষীরায় গোবিন্দভোগ আম বাজারজাতের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু তার আগেই কিছু অসাধু ব্যবসায়ী আম বাজারজাতের চেষ্টা করছিলেন। ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সহায়তায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং  দুপুর ১২ টার দিকে আমগুলো বাইপাস সড়কের পাশে রোলার দিয়ে ধ্বংস করা হয়েছে।"

অভিযানের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আলতাফ হোসেন ও সাতক্ষীরা বড়বাজারের ব্যবসায়ীরা।

没有找到评论


News Card Generator