সাত মাসেও বয়স্ক ভাতা পাননি, নতুন আবেদন নোটিশে ক্ষোভ প্রকাশ ভুক্তভোগীর !
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কটিয়াদী উপজেলার এক বয়স্ক ব্যক্তি সাত মাস আগে বয়স্ক ভাতার জন্য আবেদন করলেও এখনও পর্যন্ত কোনো ভাতা বা বরাদ্দের টাকা পাননি। এ নিয়ে তিনি গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
ভুক্তভোগীর অভিযোগ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের বারবার জানাচ্ছেন— “বরাদ্দ নেই।” অথচ আশ্চর্যের বিষয় হলো, নতুন করে বয়স্ক ভাতার আবেদন গ্রহণের জন্য সরকার নোটিশ দিয়েছেন।
ভুক্তভোগী বলেন, “আমি সাত মাস আগে আবেদন করেছি, এখনো ভাতা পাইনি। অথচ আজ ১৩ অক্টোবর ২০২৫, সরকার আবার নতুন আবেদন করার নোটিশ দিয়েছেন। তাহলে আমার আগের আবেদনটির কী হলো?”
তিনি আরও বলেন, “যদি বরাদ্দ না থাকে, তাহলে নতুন আবেদন নেওয়া হচ্ছে কেন? এটা খুবই দুঃখজনক ও অসঙ্গত।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে অসন্তোষ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। তারা বলেন, সমাজসেবা অফিসের উচিত আগে আবেদনকারীদের ভাতা প্রদান নিশ্চিত করা, পরে নতুন আবেদন নেওয়া।
এদিকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়েরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মন্তব্য জানা যায়নি।
এলাকাবাসীর দাবি, সরকার ঘোষিত এই বয়স্ক ভাতার বরাদ্দ ও বিতরণে যেন স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় থাকে, এবং যারা আগে আবেদন করেছেন তাদের যেন অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ভাতা প্রদান করা হয়।