✅সারা দেশের ন্যায় গলাচিপায়ও আগামীকাল পালিত হবে বিশ্ব শিক্ষক দিবস..

Md Hamidul Islam avatar   
Md Hamidul Islam
নিজস্ব প্রতিবেদক | গলাচিপা প্রতিনিধি

🕓 তারিখ ও স্থান:

গলাচিপা (পটুয়াখালী), শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ইং

বিস্তারিত প্রতিবেদন:

সারা বাংলাদেশের মতো আগামীকাল রবিবার (৫ অক্টোবর ২০২৫) পটুয়াখালীর গলাচিপা উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হতে যাচ্ছে “বিশ্ব শিক্ষক দিবস”।
এ দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সকালে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হবে।

এসময় শিক্ষক নেতৃবৃন্দ, ছাত্রছাত্রী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সভাপতিত্ব করবেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।

এছাড়াও উপজেলার সরকারি ও বেসরকারি স্কুল–কলেজগুলোতেও শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা, শিক্ষকদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।

🧠 পটভূমি:

১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী “বিশ্ব শিক্ষক দিবস” পালন করা হচ্ছে।
এ বছরের প্রতিপাদ্য হলো — “শিক্ষক ছাড়া শিক্ষার অগ্রগতি অসম্ভব”।

لم يتم العثور على تعليقات


News Card Generator