close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাপাহারে সরকারিভাবে বোরো ধান সংগ্রহের উদ্বোধন

নাসির হায়দার avatar   
নাসির হায়দার
সাপাহারে সরকারি ভাবে বোরো ধান সংগ্রহ

 

নাসির হায়দার,সাপাহার (নওগাঁ) ।। 

নওগাঁর সাপাহার খাদ্য গুদামে সরকারিভাবে আভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ   ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। 

সাপাহার উপজেলা প্রশাসন ও খাদ্যবিভাগের আয়োজনে এ শুভ উদ্বোধনের আয়োজন করা হয়।এতে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সভাপতি হিসেবে উপস্থিত থেকে এই বোরো ধান সংগ্রহের উদ্বোধন ঘোষনা করেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সাপাহার খাদ্য গুদাম চত্বরে চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোসা: শাহনাজ পারভীন,গুদাম কর্তৃপক্ষ ফুড ইন্সপ্যাক্টর ওসি এল এস ডি মোসা: সুলতানা রাজিয়া,উপজেলা বিএনপির নেতা সাবেক পাতাড়ী ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক  জয়নাল আবেদীন, উপজেলা আম আড়ত সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত, স্থানীয় কৃষক বৃন্দ,বিভিন্ন মিডিয়া কর্মীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে সাপাহার খাদ্যগুদামে সরকারিভাবে ৩৬টাকা কেজি দরে ৪শ ১৯মে:ট: ধান সংগ্রহ করা হবে বলে ফুড ইন্সপ্যক্টর সুলতানা রাজিয়া জানিয়েছেন।#

নাসির হায়দার,সাপাহার (নওগাঁ) 
০১৩১৫-৮৫৮৯৬৪
০৯মে/২০২৫ইং

Hiçbir yorum bulunamadı