আজ (২২ এপ্রিল) বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক মতবিনিময় সভা ও সুধী সমাবেশ। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টায় সান্তাহার ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে পৌর জামায়াতের উদ্যোগে এ আয়োজন হয়।
সভায় সভাপতিত্ব করেন সান্তাহার পৌর জামায়াতের আমীর আব্দুল কাদের এবং সঞ্চালনায় ছিলেন দপ্তর সম্পাদক মাহাতাব উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, বগুড়া জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মিজানুর রহমান এবং গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বগুড়া-৩ আসনে জামায়াত মনোনীত নেতা নূর মোহাম্মদ আবু তাহের।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা ফেরদৌস আলী, মাওলানা মির্জা আবুল কালাম আজাদ, মাওলানা কামরুজ্জামান, ডা. সামছুল হক, ইসহাক আলী, মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, পেশ ইমাম আনছারী, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা, অধ্যক্ষ সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক আফতাব হোসেন, সহ-সুপার কোরবান আলী, প্রদর্শক রফিকুল ইসলাম জালাল, ব্যবসায়ী সাদেক হোসেন, খায়রুল ইসলাম এবং শিশু চিকিৎসক আব্দুর রাব্বি নাঈম।
এছাড়াও জামায়াতের সান্তাহার পৌর শাখার নয়টি ওয়ার্ডের নেতাকর্মী, সনাতন ধর্মাবলম্বী সুধীজন, স্থানীয় সাংবাদিক, শিক্ষক, ইমাম, প্রকৌশলীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা ভিত্তিক সমাজ গঠনে দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি ও জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।