close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাংবাদিকতায় 'সেরা রিপোর্টার' পুরস্কারে ভূষিত জুয়েল হোসেন..

Rakibul Islam avatar   
Rakibul Islam
সাংবাদিকতায় পেশাদারিত্ব, সাহসিকতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে 'সেরা রিপোর্টার' পুরস্কার পেয়েছেন জুয়েল হোসেন..

সাংবাদিকতায় পেশাদারিত্ব, সাহসিকতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে 'সেরা রিপোর্টার' পুরস্কার পেয়েছেন জুয়েল হোসেন। তিনি অনলাইন ভিডিও নিউজ পোর্টাল আই নিউজ বিডি-এর সিরাজগঞ্জ প্রতিনিধি ও রাজশাহী বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর আই নিউজ বিডি’র প্রধান কার্যালয়ে এক আনুষ্ঠানিক আয়োজনে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সম্পাদক ফয়জুল্লাহ সাঈদ এবং বিশেষ অতিথি ছিলেন নির্বাহী সম্পাদক মাহফুজ জাহিদ। এসময় স্বীকৃতিস্বরূপ পুরস্কার তুলে দেন আই নিউজ বিডি’র ভারপ্রাপ্ত প্রকাশক আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আই নিউজ বিডি’র ডেস্ক ইনচার্জ ইমরান সরকার, ঢাকা প্রতিনিধি জুয়েল আজম, সিরাজগঞ্জ সদর প্রতিনিধি রকিবুল ইসলাম, দৈনিক ভোরের পাতা হোমনা প্রতিনিধি ও হোমনা টিভির সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবু রায়হান চৌধুরীসহ গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাঠপর্যায়ে অনুসন্ধানী সাংবাদিকতা করে জুয়েল হোসেন শুধু স্থানীয় নয়, জাতীয় পর্যায়ে প্রচারণা ও সচেতনতা তৈরি করেছেন। তাঁর প্রতিবেদনগুলো প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং জনস্বার্থে কার্যকর ভূমিকা রেখে চলেছে।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতিতে সাংবাদিক জুয়েল হোসেন বলেন, “এই সম্মান আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমি সত্য ও জনস্বার্থে সাংবাদিকতা চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।”

উল্লেখ্য, জুয়েল হোসেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। সাংবাদিকতা জীবনে তাঁর পেশাদারিত্ব ও সামাজিক দায়বদ্ধতাই তাঁকে আজকের এই স্বীকৃতিতে পৌঁছে দিয়েছে।

コメントがありません