সাংবাদিককে প্রাণনাশের হুমকি: কলমাকান্দায় মাদক নিয়ে প্রতিবেদন প্রকাশের জের
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় এক স্থানীয় সাংবাদিক প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন। অভিযুক্তদের মধ্যে সাহাবউদ্দিন নামের এক ব্যক্তি এবং স্থানীয় যুবদলের এক নেতা রয়েছেন, যারা অভিযোগ অনুযায়ী ওই এলাকায় সক্রিয় মাদকচক্রের সঙ্গে জড়িত।
সাংবাদিক জানান, “দীর্ঘদিন ধরে বড়খাপন ইউনিয়নের বিভিন্ন এলাকায় গাঁজা, ইয়াবা ও ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকের অবাধ বিক্রি চলছে। এতে যুব সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি নিয়ে অনুসন্ধান করে আমি একটি প্রতিবেদন তৈরি করি।”
প্রতিবেদনটি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই সাহাবউদ্দিন নামের এক ব্যক্তি মোবাইল ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেন। পাশাপাশি, স্থানীয় যুবদলের এক নেতা সাংবাদিককে বারবার ফোন করে ভয়ভীতি প্রদর্শন করেন এবং বলেন, “তুমি আমাদের নামে লিখে ভুল করেছো, এর খেসারত দিতেই হবে।”
এ ঘটনায় স্থানীয় জনগণ, শিক্ষক, শিক্ষার্থী এবং সাংবাদিক সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বড়খাপন ইউনিয়নের এক শিক্ষক বলেন, “যিনি সমাজের একটি ভয়াবহ সত্য তুলে ধরেছেন, তাঁকে হুমকি দেওয়ার ঘটনা স্বাধীন গণমাধ্যমের উপর সরাসরি আঘাত। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
উল্লেখ্য, বড়খাপন ইউনিয়নে দীর্ঘদিন ধরেই কিছু প্রভাবশালী ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। কিন্তু প্রশাসনের দৃশ্যমান কার্যকর ভূমিকা না থাকায় স্থানীয়দের মাঝে হতাশা বিরাজ করছে।
সচেতন মহলের মতে, “জনসচেতনতা এবং প্রশাসনের কঠোর অবস্থান ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়। একজন সাহসী সাংবাদিকের প্রতি হুমকি নয়, বরং তাঁর নিরাপত্তা নিশ্চিত করে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো উচিত।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সাংবাদিক সমাজ অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



















