সাংবাদিকের উপরে ভোরের পত্র সাংবাদিক মাসুম বাদশা
সিংগাইরে সংবাদ প্রকাশের জেরে ও পূর্বের শত্রুতা জনিত কারণে বর্বরোচিত হামলার শিকার সাংবাদিক মাসুম বাদশা
মানিকগঞ্জের সিংগাইর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভোরের কাগজ ও দৈনিক ফুলকি সিংগাইর উপজেলা প্রতিনিধি মাসুম বাদশাহ ওপর আজ মঙ্গলবার (১৫ ই এপ্রিল) আনুমানিক বেলা ১০ ঘটিকায় উপজেলাস্থ ধল্লা ধলেশ্বরী সমবায় সমিতির অফিসে ঢুকে দূর্বৃত্তরা বর্বরোচিত হামলা করে তার হাত ভেঙ্গে ফেলে ও গুরুতরভাবে অসুস্থ হয়ে বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
বিষয়টি নিয়ে সুশীল ও সাংবাদিক সমাজের মধ্যে তোলপাড় তৈরি হয়েছে। ঐতিহ্যবাহী সিংগাইর প্রেসক্লাবে কর্মরত পেশাদারী সাংবাদিক ও সাবেক সাধারণ সম্পাদক মাসুম বাদশার ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানানো সহ অবলম্বে দোষীদের আইনী আওতায় এনে বিচারের দাবি করেন সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকরা। তারা আরো জানান, সাংবাদিকের উপর হামলার বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং অতিদ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোরদার দাবি জানাচ্ছি। দৈনিক ফুলকি প্রত্রিকার সিংগাইর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাসুম বাদশা ওপর অর্তকিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি মো:জামিল বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো: ইমরুল হাসান হিমেল এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সহ প্রেসক্লাবের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
এ বিষয়ে নিয়ে দৈনিক এশিয়া বাণী প্রত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি ও দৈনিক ফুলকি প্রত্রিকার শুভাকাঙ্ক্ষী ও লেখক মোহাম্মদ আলী জানান, আমি একজন সংবাদ কর্মী হিসেবে আমার সহকর্মী সাংবাদিক মাসুম বাদশা ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো সহ অবলম্বে দোষীদের আইনী আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। সিংগাইর থানা পুলিশের কাছে হামলার বিষয়টি জানতে চাওয়া হলে, থানা কর্তৃপক্ষ জানান, সাংবাদিক মাসুম বাদশার ওপর অর্তকিত হামলার ঘটনা আমরা অবগত আছি, এখনো ভুক্তভোগীর পরিবার থেকে লিখিত অভিযোগ করেনি, অভিযোগ করলে দ্রুত কার্যকারী যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।