close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাংবাদিকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ: সংবাদ প্রকাশে ক্ষুব্ধ ব্যাংক কর্মকর্তা..

মিনহাজুল বারী avatar   
মিনহাজুল বারী
****

 


মিনহাজুল বারী, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় এক বেসরকারি ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে সুদের ব্যবসা ও প্রাণনাশের হুমকির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে আইনি নোটিশ পাঠিনো হয়েছে।

গেল ১লা জুন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ৩য় পাতায় “ব্যাংক কর্মকর্তা করেন সুদের ব্যবসা, ভুক্তভোগীকে প্রাণনাশের অভিযোগ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে ভুক্তভোগীর লিখিত অভিযোগ এবং অভিযুক্ত ব্যাংক কর্মকর্তার বক্তব্য স্থান পায়।


তবে প্রতিবেদনের পর, ওই ব্যাংক কর্মকর্তা মাহবুব আলম ক্ষুব্ধ হয়ে সাংবাদিক ফয়সাল হোসাইন সনিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। রোববার (১৫ জুন) বগুড়া জর্জ কোর্টের আইনজীবী বিজন কুমার সাহার মাধ্যমে পাঠানো ওই নোটিশে ‘কারণ দর্শানো’ এবং ‘দুঃখ প্রকাশ করে পাল্টা প্রতিবেদন’ প্রকাশের দাবি জানানো হয়েছে।

এ প্রসঙ্গে সাংবাদিক ফয়সাল হোসাইন সনি বলেন,“আমি পেশাগত নীতিমালা মেনেই প্রতিবেদন করেছি। অভিযোগ যেহেতু লিখিত ছিল এবং উভয় পক্ষের বক্তব্য নেওয়া হয়েছে, সেখানে আমার দ্বারা কারও সম্মানহানির প্রশ্নই ওঠে না। এখন লিগ্যাল নোটিশ পাঠিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে, যা আমার পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছে।”

এ বিষয়ে সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা মনে করছেন, এটি একটি স্বাধীন সাংবাদিকের কণ্ঠরোধ করার অপচেষ্টা।

کوئی تبصرہ نہیں ملا