close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন প্রেসকাউন্সিল চেয়ারম্যান..

Ranajit Reporter  avatar   
Ranajit Reporter
সাংবাদিকদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের কাজ চলছে। সাংবাদিক সুরক্ষা আইন বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।..

শ্যামনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন প্রেসকাউন্সিল চেয়ারম্যান

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাংবাদিকদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের কাজ চলছে। সাংবাদিক সুরক্ষা আইন বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। সকল সাংবাদিক যাতে বুনিয়াদি প্রশিক্ষণ পেতে পারে সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। এ সকল বিষয় গুলি অবহিত করছিলেন বাংলাদেশ প্রেসকাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম শুক্রবার(২৩মে) বিকাল ৩টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়। তিনি আরও বলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের মাধ্যমে দুঃস্থ, অসুস্থ সাংবাদিকরা আবেদনের মাধ্যমে সহায়তা পাবেন। সাংবাদিকদের একটা প্লাট ফর্মের আনার লক্ষে নিবন্ধনভুক্ত করার কাজ চলমান রয়েছে। তিনি সাংবাদিকদের  বিভাজন না হয়ে আইন মেনে সকলকে কাজ করার আহব্বান জানান।

মতবিনিময় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব(উপসচিব) মোঃ আব্দুস সবুর ও সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু।

 সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ছামিউল আযম মনির।

প্রেসক্লাব সাংবাদিক শেখ আফজালুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন, রিপোটার্স ক্লাবের সাবেক সভাপতি গাজী আল ইমরান, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, শ্যামনগর প্রেসক্লাব সদস্য হোসাইন বিন আফতাব, সুন্দরবন প্রেসক্লাবের সম্পাদক মাছুম বিল্যা, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরন্নবী প্রমুখ। সভায় শ্যামনগর প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক সুরক্ষা বিষয়ে কিছু দাবী পেশ ও প্রশিক্ষণ গ্রহণের আবেদন পত্র প্রদান করা হয়।

সভার শুরুতে অতিথিবৃন্দকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া সহ শুভেচ্ছা স্বারক ক্রেস্ট ও কলম প্রদান করা হয়।

ছবি- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বাংলাদেশ প্রেসকাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

 

Geen reacties gevonden