সাংবাদিকতায় দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকতে হবে,চেয়ারম্যানপ্রেস কাউন্সিল,বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, সাংবাদিকদের অবশ্যই দায়িত্বশীল হতে হবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে।বরিশাল সার্কিট হাউজের সভাকক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালায় বরিশাল জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।কর্মশালায় বিচারপতি এ কে এম আব্দুল হাকিম আরও বলেন, রাজনীতি ভালো, এটা অবশ্যই করা যাবে। তবে রাজনীতি রাজনীতির জায়গায় আর সাংবাদিকতা সাংবাদিকতার জায়গায়। দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকতে হবে, যাতে সাংবাদিকতায় এর প্রভাব না পড়ে।তিনি বলেন, গণমাধ্যমের নিজস্ব মতামত বর্জন করতে হবে, এটা থাকলে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা থাকবে না। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গণমাধ্যমের দায়িত্বশীলতাকে প্রতিষ্ঠা করে। অপরাধ প্রমাণিত না হলে কাউকে অপরাধী বলা যাবে না। আর আইন-আদালতের প্রতিও শ্রদ্ধাশীল থাকতে হবে। কারণ আইন মানার প্রবাণতা থাকলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি আরও বলেন, সাংবাদিক সুরক্ষা আইন হচ্ছে, খুব শিগগিরই এটা হয়ে যাবে।কর্মশালায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন।প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
Tidak ada komentar yang ditemukan



















