close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে ঘাটাইলে মানববন্ধন ও সমাবেশ..

আশিকুর রহমান avatar   
আশিকুর রহমান
রিপোর্টার : আশিকুর রহমান

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে অংশগ্রহণ করেন ঘাটাইল প্রেস ক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা, ঘাটাইল রিপোর্টার্স ইউনিটি এবং প্রেস ক্লাব ঘাটাইলের সাংবাদিকবৃন্দ। তারা গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।

 

১০ আগস্ট (রবিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ গেইটের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে ফাঁসির দাবিতে আওয়াজ তোলেন। এছাড়াও, সাংবাদিকদের উপর নির্যাতন বন্ধে এবং তাদের সুরক্ষায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

 

সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোঃ কামাল হোসেন, যুগান্তর প্রতিনিধি খান মোঃ ফজলুর রহমান, মোহনা টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি গোলাম মোস্তফা, দৈনিক মানবজমিন ঘাটাইল প্রতিনিধি এবিএম আতিকুর রহমান, আনন্দ টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আবু মোঃ সোয়েব এবং আরও অনেকে।

 

উপস্থিত সাংবাদিকরা জানান, সাংবাদিকদের সুরক্ষায় আইনি ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে আরও এরকম ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি, যাতে তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন নির্ভয়ে।

 

এসময়ে আরো উপস্থিত ছিলেন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আব্দুল লতিফ, মাই টিভি ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া, চ্যানেল এস ঘাটাইল প্রতিনিধি মারুফ হোসেন, দৈনিক চৌকস এর ঘাটাইল প্রতিনিধি সাগর আহমেদ, নিউজ টুয়েন্টি ওয়ান স্টাফ রিপোর্টার ইয়ামীন হাসান এবং আরও অনেক সাংবাদিক।

 

এই মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে, সাংবাদিকরা আসাদুজ্জামান তুহিন হত্যার যথাযথ বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোরালো দাবী জানিয়েছেন।

No comments found