close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাংবাদিক তুহিন হত্যা মামলায় ৭ আসামির দুই দিনের রিমান্ড

Towfiq Sultan avatar   
Towfiq Sultan
সাংবাদিক তুহিন হত্যা মামলায় ৭ আসামির দুই দিনের রিমান্ড
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সাত আসামির প্রত্যেককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে, হত্যাকা..

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার সাত আসামির প্রত্যেককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (৯ আগস্ট) বিকেলে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর আল মামুনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করলেও আদালত শুনানি শেষে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন ।

গ্রেপ্তারকৃত সাত আসামি হলেন: মিজানুর রহমান (কেটু মিজান), তার স্ত্রী পারুল আক্তার (গোলাপি), আল-আমীন, স্বাধীন, মো. শাহজালাল, মো. ফয়সাল হাসান এবং সুমন (সাব্বির)। তাদের মধ্যে স্বাধীন হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন ।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নজমুল করিম খান এক প্রেস ব্রিফিংয়ে জানান, হত্যাকাণ্ডের পেছনে একটি 'হানি ট্র্যাপ' পরিকল্পনা ছিল। গোলাপি নামে এক নারী একটি ATM বুথ থেকে টাকা উত্তোলনকারী ব্যক্তিকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিলেন। তবে, ওই ব্যক্তি বিষয়টি বুঝতে পেরে সেখান থেকে চলে যান। পরে, তুহিন ওই ঘটনার ভিডিও ধারণ করেন, যা হত্যার কারণ হিসেবে চিহ্নিত হয়েছে ।

গাজীপুর শহরের চান্দনা চৌরাস্তা এলাকায় গত বৃহস্পতিবার রাতে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন ।

এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে সাতজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে আসামিদের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় ।

এদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানিয়েছেন, হত্যাকাণ্ডের বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন ১৫ দিনের মধ্যে আদালতে জমা দেওয়া হবে ।

এ ঘটনায় সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে এবং হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেছেন তারা।

No comments found