রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী:
জামালপুরের সরিষাবাড়ীতে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) বিকেলে সরিষাবাড়ী কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে সরিষাবাড়ী প্রেসক্লাবের সামনের মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি ইব্রাহিম হোসেন লেবুর সভাপতিত্বে ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি জাকারিয়া জাহাঙ্গীর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- দৈনিক সংবাদ পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সমকাল পত্রিকার প্রতিনিধি সোলায়মান হোসেন হরেক, যুগান্তরের প্রতিনিধি জহুরুল ইসলাম ঠান্ডু, মানবজমিন পত্রিকার প্রতিনিধি এম এ রউফ, আমার দেশ পত্রিকার প্রতিনিধি সুলাইমান বাবু, আমাদের সময়ের পত্রিকার আবুল হোসেন ও শহিদুল ইসলাম শহীদ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, এ ঘটনায় যারা জড়িত অবিলম্ব তাদের গ্রেপ্তার করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা আরো বলেন, সরকারকে দেশের সকল পেশাদার সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের সংবাদ প্রকাশের পূর্ণ স্বাধীনতা দিতে হয়।