close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাংবাদিক শাহিন আলমের শরীরে দ্বিতীয় দফা সফল অস্ত্রোপচার

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুর, ৭ আগস্ট বৃহস্পতিবারঃ

সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক মোঃ শাহিন আলমের শরীরে দ্বিতীয় দফা সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার দিনাজপুর ইসলামিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার এ অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন।

 

এর আগে, গত ১০ জুলাই প্রথম দফায় কিডনির নালিতে জমে থাকা পাথর অপসারণের জন্য তার শরীরে অস্ত্রোপচার করা হয়, যা সফল হয়েছিল।

 

সাংবাদিক শাহিন আলমের পরিবার তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

Không có bình luận nào được tìm thấy