close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাংবাদিক মাইনউদ্দিনের উপর নৃসংস হামলাকারীরা এখনও অধরা

Ali Afzal Khan avatar   
Ali Afzal Khan
সাংবাদিক মাইনউদ্দিনের উপর হামলাকারীদের বিচারের আওতায় আনা ও কঠোর শাস্তির দাবি ।..

সাংবাদিক মাইনউদ্দিনের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি

আফজল খান শিমুল :

বরিশালের সাংবাদিক খান মাইনউদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মুমূর্ষু অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেয়া হয়েছে।

একটি ব্রীজ সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে মঙ্গলবার রাত ৯টার দিকে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার জুরকাঠি গ্রামে অবস্থানকালে স্থানীয় সন্ত্রাসীরা সাংবাদিক খান মাইনউদ্দিনকে ফিল্মি স্টাইলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করে বলে জানা গেছে। 

জনগণের উপকারে আসছে না ২৯ লাখ টাকার কালভার্ট, কাঠের গেট বানিয়ে রেখেছে জুরকাঠি গ্রামের আবু ড্রাইভার। টাকার বিনিময়ে ১ ঘর ও ২ জন মানুষের জন্য উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ ইকবাল কবীর এই কালভার্টটি বরাদ্দ দেয়। এ সংক্রান্ত একটি তথ্য সংগ্রহে সরেজমিনে গেলে এ হামলার ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

সংবাদিক মাইনউদ্দিনের ওপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, দেশে নানা খাতের দূর্ণীতির বিরুদ্ধে সাংবাদিকরা প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন। 

অথচ তাদের সুরক্ষার জন্য রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা নেই। রাষ্ট্রের সম্পদ রক্ষায় এই পেশার লোকজন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। সাংবাদিক মাইনুদ্দিনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি করা হয়েছে ।

Hiçbir yorum bulunamadı


News Card Generator