সাংবাদিক গাজী মোক্তার হোসেনের মৃত্যুতে সাতক্ষীরায় শোকের ছায়া..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাংবাদিক গাজী মোক্তার হোসেনের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক সমাজে গভীর শোক বিরাজ করছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাংবাদিক গাজী মোক্তার হোসেন আর আমাদের মাঝে নেই। সোমবার (৭ জুলাই) রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গাজী মোক্তার হোসেন সাতক্ষীরার সাংবাদিক সমাজে ছিলেন এক নীরব কর্মী। যদিও তার নামটি খুব বেশি আলোচিত নয়, তবুও তার সহকর্মীরা তাকে চেনেন একজন আন্তরিক ও শান্তিপ্রিয় মানুষ হিসেবে। তার সহকর্মী এসএম শহীদুল ইসলাম জানান, "গাজী মোক্তার হোসেনের সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল দৈনিক নওয়াপাড়া পত্রিকায় কাজ করার সময়, প্রায় এক দশক আগে। তাঁর আন্তরিকতা ও পেশাগত নিষ্ঠা সকলকে মুগ্ধ করেছিল।"

পেশাগত জীবনে গাজী মোক্তার হোসেন ছিলেন নীতিনিষ্ঠ ও দায়িত্বশীল। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সন্তান হলেও বসবাস করতেন শহরের সার্কিট হাউস এলাকায়। সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে এবং ক্লাবের প্রতিটি সদস্যের কাছে ছিলেন সমান শ্রদ্ধেয়।

তিনি ছিলেন সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য সক্রিয় এবং নবীনদের উৎসাহিত করতে সদা সচেষ্ট। তার সহকর্মীরা জানিয়েছেন, "তিনি সাংবাদিকদের মধ্যে বিভেদ পছন্দ করতেন না এবং সকলকে এক ছাতার নিচে আনার চেষ্টা করতেন।"

ব্যক্তি গাজী মোক্তার হোসেন ছিলেন সাদামাটা ও মাটির কাছের মানুষ। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অনেকের পেশাগত জীবনকে সমৃদ্ধ করেছে। তাঁর সততা, পেশাদারিত্ব এবং আন্তরিকতা সাতক্ষীরার সাংবাদিক সমাজে চিরস্মরণীয় হয়ে থাকবে।

গাজী মোক্তার হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এসএম শহীদুল ইসলাম বলেন, "সালাম ও শ্রদ্ধা গাজী মোক্তার হোসেন ভাইকে। শান্তিতে ঘুমান। আপনি থাকবেন আমাদের স্মৃতিতে, আমাদের কাজে, আমাদের কলমের প্রতিটি ছোঁয়ায়।" তার মৃত্যুতে সাতক্ষীরায় সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

এই মহান ব্যক্তির অবদান, সততা এবং পেশাগত নিষ্ঠা সাতক্ষীরার সাংবাদিক সমাজে চিরকাল ধরে থাকবে। তার স্মৃতি আমাদের কাজ ও কর্মে অনুপ্রেরণা হিসেবে থাকবে।

لم يتم العثور على تعليقات