close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাংবাদিক আরিফুলকে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নলতা শরীফ প্রেসক্লাবের মানববন্ধন..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

সাংবাদিক আরিফুলকে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নলতা শরীফ প্রেসক্লাবের মানববন্ধন

 

এস এম তাজুল হাসান সাদ, সাতক্ষীরা থেকে 

 

জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ-এর স্টাফ রিপোর্টার সাংবাদিক আরিফুল ইসলামের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে নলতা শরীফ প্রেসক্লাব।

 

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৫টায় নলতা হাসপাতাল মোড়ে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মীর জাহাঙ্গীর হোসেন। মানববন্ধনে স্থানীয় সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন।

 

বক্তব্য রাখেন দৈনিক সাতনদী ও জনবাণী-এর প্রতিনিধি প্রভাষক মামুন বিল্লাহ, নলতা শরীফ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সাতক্ষীরার কথা–এর রিপোর্টার আবুল কালাম বিন আকবর, দৈনিক দৃষ্টিপাত-এর প্রতিনিধি রফিকুল ইসলাম, সূর্যের আলো–এর প্রতিনিধি আবুল হোসেন, ক্রাইম বার্তা–এর প্রতিনিধি হারুন আর রশিদ, যশোর বার্তা–এর প্রতিনিধি ডা. মনিরুজ্জামান, সাতক্ষীরার কথা–এর বিশেষ প্রতিনিধি লতিফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সদস্য প্রফেসর রাজু আহমেদ, কালিগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আফজাল হোসেন আলোর পরশ–এর রিপোর্টার এ বি সিদ্দিক, বাংলা ভোর–এর প্রতিনিধি জাকির হোসেন, প্রভাত ফেরি–এর প্রতিনিধি এস. এম. টুটুল হোসেন,বাংলাদেশ মেইল ২৪ এর প্রতিনিধি এস এম তাজুল হাসান সাদ, সংগ্রাম–এর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, জবাবদিহি–এর প্রতিনিধি আব্দুর রাজ্জাক, সাংবাদিক সুমন হোসেন, সাংবাদিক শাফায়াত হোসেন প্রমুখ।

 

বক্তারা বলেন, আশাশুনি থানার এসআই শ্যামাপ্রসাদ রায়ের বিরুদ্ধে চাঁদাবাজির সংবাদ প্রকাশের পর থেকেই সাংবাদিক আরিফুল ইসলামকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। যুবদলের আশাশুনি উপজেলা সদস্য সচিব আবু জাহিদ সোহাগ ও সাবেক যুবনেতা সাদিক আনোয়ার ছোট্টুর নেতৃত্বে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় সাংবাদিক আরিফুল আশাশুনি থানায় সাধারণ ডায়েরি (নং ৪১৯, তারিখ: ১১/৩/২৫) করেছেন।

 

এরই জের ধরে ‘মাজেদা খাতুন’ নামের এক নারী সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে সাতক্ষীরা কোর্টে একটি মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করেন। অথচ কোন তদন্ত ছাড়াই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আশাশুনি থানাকে মামলা রেকর্ড করার নির্দেশ দেয়।

 

বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার, সাংবাদিক আরিফুলের নিরাপত্তা নিশ্চিত করা, এবং মিথ্যা মামলার বাদী মাজেদা খাতুন ও মদদদাতা আবু জাহিদ সোহাগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

कोई टिप्पणी नहीं मिली