close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভোগান্তি — চলাচলের অনুপযোগী শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজ ক্যাম্পাস..

আরিফুল ইসলাম বগুড়া প্রতিনিধি avatar   
আরিফুল ইসলাম বগুড়া প্রতিনিধি
****

সরকারি তকমা থাকলেও কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া থেকে এখনও অনেক দূরে শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজ। বর্ষা এলেই প্রকট হয়ে ওঠে ক্যাম্পাসের দীর্ঘদিনের সমস্যা—পানি নিষ্কাশনের অভাব। সামান্য টানা বৃষ্টিতেই কলেজ প্রাঙ্গণ পরিণত হয় কাদা-পানির জঞ্জালে। এতে করে চরম ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিদিন হাজারো শিক্ষার্থী।

 

শিক্ষার্থীরা জানান, একটু বৃষ্টিতেই শ্রেণিকক্ষে যাওয়া কিংবা ক্যাম্পাসে চলাফেরা করা দুঃসাধ্য হয়ে পড়ে।

 

এক শিক্ষার্থী বলেন, “একটু বৃষ্টিই যথেষ্ট পুরো মাঠ ও রাস্তা কাদায় ভরিয়ে দিতে। হাঁটা তো দূরের কথা, কোথাও দাঁড়ানোর মতো জায়গাও থাকে না।”

 

আরেকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা যেন কলেজ নয়, বর্ষাকালীন মিনি কক্সবাজার। আমরা এখানে পড়তে আসি, কাদা পানিতে সাঁতার কাটতে না।”

 

বিভিন্ন সময় অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

 

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মনে করেন, একটি সরকারি কলেজে এমন অব্যবস্থাপনা দুঃখজনক। দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

 

সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এমএইচ কলেজের এ ধরনের পরিস্থিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা জরুরি। শিক্ষার পরিবেশ বজায় রাখতে অবকাঠামোগত উন্নয়ন এখন সময়ের দাবি।

Aucun commentaire trouvé