ফরিদপুরের সালথা উপজেলায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জিসান খান (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাউলিকান্দা এলাকায় সালথা-ফরিদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান খান গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামের বাসিন্দা মো. হেলাল খানের ছেলে। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিসান সালথা বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কাউলিকান্দা এলাকায় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি নসিমনের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে সালথা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জিসানকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ওসি (তদন্ত) মারুফ হাসান রাসেল জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।



















