সালমানের রহস্যময় পোস্ট, ভাইজান কি রাজনীতিতে যোগ দিচ্ছে?

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মহারাষ্ট্রের আসন্ন বিএমসি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন যখন বেশ সরগরম, তখন বলিউড অভিনেতা সালমান খানের একটি রহস্যময় ইনস্টাগ্রাম পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ধারণা করছেন, 'ভাইজান�..

সম্প্রতি সালমান খান একটি অ্যানিমেটেড ছবি শেয়ার করেন, যেখানে তাকে হাতজোড় করে রাজনীতিবিদের ভঙ্গিমায় দেখা যায়। ছবিতে তার হাতে বিখ্যাত নীল ব্রেসলেট থাকায় অনেকেই তাকে চিনে ফেলেন। ক্যাপশনে লেখা ছিল, ‘দেখা হবে নতুন ময়দানে।’ মুহূর্তেই পোস্টটিকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় জল্পনা।

তবে এই গুঞ্জন বেশিক্ষণ স্থায়ী হয়নি।  জানা যায়, এটি সালমান খানের  রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এর প্রচারণার অংশ। স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও হটস্টার, ইনস্টাগ্রামে শো'টির একটি টিজার প্রকাশ করেছে। সেখানে সালমানকে একই পোশাকে দেখা যায় এবং তিনি বলেন, ‘বন্ধু এবং শত্রু সাবধান কারণ এবার পরিবারের সদস্যদের সরকার চলবে।’

এই ঘোষণায় স্পষ্ট হয়ে যায়, সালমান রাজনীতিতে যোগ দিচ্ছেন না, বরং ‘বিগ বস’-এর নতুন সিজনে নতুন চমক নিয়ে ফিরছেন।

‘বিগ বস ১৯’ আগামী ২৪ আগস্ট থেকে  জিও হটস্টার ও কালার্সে সম্প্রচারিত হবে। জিও, হটস্টারে রাত ৯টায় এবং কালার্সে রাত ১০:৩০টায় দেখা যাবে অনুষ্ঠানটি। এবারের সিজনে কোন তারকারা অংশ নিচ্ছেন, তা এখনো প্রকাশ করা হয়নি।
সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

Ingen kommentarer fundet