close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সালমান শাহ হ'ত্যা মা'ম'লা: গুঞ্জন উড়িয়ে সঠিক তদন্ত চাইলেন শাবনূর..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Breaking silence on the Salman Shah death-turned-murder case, actress Shabnur denied baseless rumors about their relationship, demanding a proper investigation and justice for the deceased star.

কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যু এখন হত্যা মামলা, এই প্রসঙ্গে নীরবতা ভেঙে অভিনেত্রী শাবনূর তার সঙ্গে সম্পর্ক নিয়ে মিথ্যা গুঞ্জন অস্বীকার করেছেন এবং ঘটনার সঠিক তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।

কিংবদন্তি নায়ক সালমান শাহর অপমৃত্যু মামলাটি ২৯ বছর পর আদালতের নির্দেশে হত্যা মামলায় রূপ নিয়েছে। এই বিষয়ে এতদিন নীরব থাকলেও সম্প্রতি অভিনেত্রী শাবনূর তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে মুখ খুলেছেন। শাবনূর এই মামলার সঠিক তদন্ত এবং ন্যায়বিচার প্রত্যাশা করেন।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় দেওয়া এই স্ট্যাটাসে শাবনূর প্রথমে জানান, বিদেশে অবস্থানকালে তিনি সংবাদমাধ্যমের খবরে ২১ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা দায়ের হওয়ার বিষয়ে অবহিত হন। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় তিনি শুরুতে কথা বলতে চাননি। তবে দুঃখজনকভাবে লক্ষ্য করছেন, কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ সংক্রান্ত এই মামলার সঙ্গে তাঁর নাম জড়িয়ে বিভ্রান্তিকর ও ভ্রান্ত তথ্য প্রচার করছেন।

শাবনূর তাঁর সম্পর্কে ভিত্তিহীন এসব গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে সবাইকে সত্যতা বিবর্জিত তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানান। তিনি সালমান শাহকে তাঁর অত্যন্ত প্রিয় সহঅভিনেতা হিসেবে উল্লেখ করেন, যার সঙ্গে তিনি প্রায় ১৪টি চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি স্বীকার করেন, সালমান একজন জনপ্রিয়, অসাধারণ শক্তিমান এবং প্রতিভাবান অভিনেতা ছিলেন এবং তাঁর সঙ্গে কাজ করেই শাবনূরের চলচ্চিত্র ক্যারিয়ার বিকশিত ও উজ্জ্বল হয়ে ওঠে।

অভিনেত্রীর দাবি, সালমান শাহর মৃত্যুর পর তাঁদের জুটির সাফল্য অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ফলে কেউ কেউ হয়তোবা নিজেদের দোষ আড়াল করতে উদ্দেশ্যমূলকভাবে তাঁর সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে। এই জলঘোলা ঘটনা তাঁকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে বলেও জানান তিনি।

তবে শাবনূর আজও স্পষ্ট করে বলতে চান— সালমান শাহ কীভাবে মারা গেছেন তা তিনি সত্যিই জানেন না। তাঁর একমাত্র দাবি হলো— সালমান শাহর মৃত্যুর সঠিক তদন্ত হোক এবং ন্যায়বিচার নিশ্চিত করা হোক। যে-ই দোষী হোক না কেন, তাকে যেন আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হয়। তিনি সন্তান হারানোর বেদনা অনুভব করে সালমানের মা নীলা আন্টির প্রতি আন্তরিক সহমর্মিতা জানিয়েছেন এবং সর্বোপরি সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করেছেন।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator