গত ৯ জুলাই রাতে হঠাৎই একটি গাড়িতে করে একদল দুষ্কৃতীকারী আসে। তারপরই সদ্য শুরু হওয়া কপিলের ক্যাফেতে লক্ষ্য করে অতর্কিত বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সেই হামলার দায় নিয়েছিল খলিস্তানি জঙ্গি হরজিৎ সিং লাড্ডি। খালসা ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত ওই সন্ত্রাসবাদী।
মাসখানেক কাটতে না কাটতেই এরপর বৃহস্পতিবার (৭ আগস্ট) আবারও বন্দুকবাজের টার্গেটে কপিলের ক্যাফে। এবারের হামলার দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ধিঁলো। সে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। এদিকে সম্প্রতি এক অডিও বার্তায় বিষ্ণোইদের অন্যতম সদয় গ্যাংস্টার গোল্ডি ধিঁলো হামলার দায় স্বীকার করে জানায়, সালমানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই কপিলের ক্যাফেতে গুলি চালানো হয়েছে, এবং পরেরবার ‘সোজা বুকে গুলি’ করা হবে।