close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সালেহ উদ্দিন হেলালের রাজনীতিতে ফিরে আসার ইঙ্গিত

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
এ কে এম কায়সারুল আলম,লালমনিরহাট করেসপন্ডেন্টঃ

অনেকদিন কিছুটা আড়ালে থাকার পর আবারও জনসমক্ষে দেখা গেল লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সাবেক সংসদ সদস্য সালেহ উদ্দিন আহমেদ হেলালকে। বৃহস্পতিবার  বিকেলে তুষভান্ডার সুন্দ্রাহবী কুড়িখাতার অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোস্তাফিজুর রহমানের জানাজায় তিনি অংশ নেন। সংক্ষিপ্ত বক্তব্যও প্রদান করেন। 

এসময় তিনি কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমের সাথে কুশল বিনিময় করেন। হেলালের উপস্থিতি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, কিছুটা আড়ালে থাকার পর তার এই প্রকাশ্য উপস্থিতি রাজনীতিতে ফিরে আসার ইঙ্গিত হতে পারে। 
আমাদের এই প্রতিনিধি  রাজনীতিতে ফিরে আসছেন কিনা এমন প্রশ্ন করলে তিনি অপেক্ষা করতে বলেন।

نظری یافت نشد