Are you 18 years old or above?
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং শিক্ষানুরাগী মো. সাখাওয়াত হোসেন চয়নকে “পুরুড়া মডেল জুনিয়র হাই স্কুল”-এর এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের পক্ষ থেকে গঠিত চার সদস্যের এই এডহক কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ০৬ (ছয়) মাস। এই মেয়াদকালীন সময়ের মধ্যেই একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।
সাখাওয়াত হোসেন চয়নের শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে তার সুদীর্ঘ অবদান রয়েছে। এডহক কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আনন্দ ও আশার সঞ্চার হয়েছে।
বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং একটি কার্যকর ব্যবস্থাপনা গঠনে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল।
টার্গেটেড অডিয়েন্স রিচ সর্বোচ্চ রিটার্ন অন ইনভেস্টমেন্ট (ROI) By আমাদের মাধ্যমে ফেসবু.. metanoz.com
District News • 94 Views