আজ প্রেস কনফারেন্সে হঠাৎ করেই এই অলরাউন্ডারের দলে ডাকার ব্যাখা দিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস। আজ ক্যান্ডিতে ম্যাচ পূর্ববতী সংবাদ সম্মেলনে লিটন বলেন, 'আমার মনে হয় বাংলাদেশ অনেকদিন ধরেই একটা অলরাউন্ডার মিস করছিল। যদিও বা আমরা চেষ্টা করছি সাকিবেকে সেই জায়গায় অলরাউন্ডার হিসেবে তৈরি করার এবং সে কয়েকটি ম্যাচে ভালো ব্যাটিং করেছে।'
'তাই আমার মনে হয় সাইফউদ্দিনও ঐ টাইপের প্লেয়ার। যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাটে আপনার ব্যাটিং-বোলিং দুটোই লাগে। তাই আমার মনে হয় আমরা নির্বাচকদের প্যানেল থেকে বা আমরা দল থেকে চেষ্টা করেছি যে তাকে সুযোগ দেয়ার এবং দেখি যে সে কী করতে পারে।'
প্রথম ওয়ানডের পর সিরিজের বাকি দুই ম্যাচে একাদশে জায়গা পাননি লিটন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে ছন্দ জিনিসটা তেমন না। ওয়ানডেতে ভালো করতে পারিনি বলে বেঞ্চে বসে ছিলাম। ওই সময়টায় যতটুকু সম্ভব টি-টোয়েন্টির জন্য অনুশীলন করেছি। চেষ্টা করব মাঠে কাজে লাগানোর জন্য।’