'সাইবার প্রতিরোধ বাহিনী’র আক্রমণের দাবি: দেশের বাইরে-ভিতরে একাধিক টার্গেট, নেতৃত্বে জোহান
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫ | গৌরব সাহা, আই নিউজ বিডি
‘সাইবার প্রতিরোধ বাহিনী’ নামে একটি সংগঠনের তরুণ দল একাধিক সাইবার হামলার দাবি করেছে। দলটির নেতৃত্বে রয়েছেন সাবিস্তিয়ান সাকের জোহান, যিনি বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এবং সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করছেন।
দলটির দাবি অনুযায়ী, তাদের প্রথম হামলা চালানো হয় গত ২৪ জুলাইয়ের অবস্থান কর্মসূচিতে সহকর্মীদের মৃত্যুর ঘটনার পর। প্রতিশোধমূলক ওই হামলায় তারা বাংলাদেশের একাধিক সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম টার্গেট করেন।
সম্প্রতি ভারত–বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়ায় দলটি “সংবেদনশীল” ভারতীয় কিছু ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টেও হামলার দাবি করেছে।
আন্তর্জাতিক প্রেক্ষাপটে, চলমান গাজা সংকটকে কেন্দ্র করে সাইবার প্রতিরোধ বাহিনী ইসরায়েলের কয়েকটি টেলিভিশন ও অনলাইন চ্যানেলে হামলার চেষ্টা চালিয়েছে বলেও জানায়। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, “নিপীড়ন বন্ধ না হলে অভিযান চলতে থাকবে।”
বাংলাদেশ সাইবার সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, বিষয়টি তারা তদন্ত করে দেখছে। তবে দলটির দাবিগুলো এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া মাত্র আই নিউজ বিডি তা জানাবে।