close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাহসী সাংবাদিকতায় জাতীয় স্বীকৃতি পেলেন নয়া দিগন্তের বান্দরবান প্রতিনিধি মিনারুল হক..

MD Hasan avatar   
MD Hasan
ছবি বান্দরবানের সাহসী সাংবাদিক মিনারুল হক জাতীয় সম্মাননা পুরস্কার গ্রহণ করছেন..

📅 প্রকাশ: রোববার, ৩ আগস্ট ২০২৫ | সময়: ১৮,০০

বান্দরবান জেলা প্রতিনিধি: মোঃ হাসান 
 
দেশজুড়ে ছড়িয়ে থাকা সাহসী সাংবাদিকদের উৎসাহ দিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজন করে "সাহসী সাংবাদিক সম্মাননা ২০২৫"।
এবার সেই গৌরব অর্জন করলেন দৈনিক নয়া দিগন্তের বান্দরবান প্রতিনিধি মিনারুল হক, যিনি জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সাংবাদিকতার কঠিন ও চ্যালেঞ্জিং মুহূর্তে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশজুড়ে প্রশংসা কুড়ান।

রোববার (৩ আগস্ট) ঢাকার তথ্য ভবন মিলনায়তনে আয়োজিত এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজ আলম তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

🎖️ সম্মাননার পরিসর

একই অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ পাঁচজন সাংবাদিকের পরিবার, আহত সংবাদকর্মী এবং সাহসিকতার পরিচয় দেওয়া সংবাদকর্মীদের তিনটি পৃথক ক্যাটাগরিতে মোট ১৯৭ জন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়।
এই ঐতিহাসিক উদ্যোগে সাংবাদিক সমাজে নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানে যারা ছিলেন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম,

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আলম,

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ প্রমুখ।


🌾 অতীত সম্মাননাও গৌরবের

সাংবাদিক মিনারুল হক এর আগে কৃষি সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সিলেটের শাহজালাল কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা সম্মাননা লাভ করেন।
এছাড়া তিনি দেশের বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ ইস্যুতে লেখনির মাধ্যমে জনসচেতনতা তৈরি করে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও একাধিকবার সম্মাননা অর্জন করেন।

✍️ নির্ভীক সাংবাদিকতার প্রতীক

দূর্গম পার্বত্যাঞ্চলে দায়িত্ব পালন করতে গিয়ে নানা প্রতিকূলতা ও ঝুঁকির মুখেও দায়িত্বশীল এবং সাহসী সাংবাদিকতা করে আসছেন মিনারুল হক।
তার এই অর্জন শুধু ব্যক্তি গৌরব নয়, বরং বান্দরবানসহ পার্বত্য সাংবাদিক সমাজের জন্য এক গর্বের অধ্যায়।


---

🔻 এই সম্মাননা তার চলার পথের প্রেরণা হয়ে থাকবে। সাহসী ও নিরপেক্ষ সাংবাদিকতায় মিনারুল হকের মত নির্ভীক সাংবাদিকদের ভূমিকা আগামীতেও দেশ ও জাতিকে আলোকিত করবে।

Keine Kommentare gefunden