close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাহসী সাংবাদিকতায় জাতীয় সম্মাননা পেলেন বান্দরবানের সাংবাদিক মিনারুল হক..

MD Hasan avatar   
MD Hasan
ছবি সাংবাদিকতায় জাতীয় সম্মাননা পুরস্কার গ্রহণ করছেন বান্দরবানের সাংবাদিক মিনারুল হক..

📅 প্রকাশ: রোববার, ৩ আগস্ট ২০২৫ | 🕕 সময়: ২৩:০০

✍️ বান্দরবান প্রতিনিধি: মোঃ হাসান

সাংবাদিকদের সাহসিকতাকে সম্মান জানাতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজন করেছে “সাহসী সাংবাদিক সম্মাননা ২০২৫”।
এ বছর এই গৌরবময় সম্মাননায় ভূষিত হয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজ, দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক পূর্বকোণ–এর বান্দরবান জেলা প্রতিনিধি, এবং দৈনিক নতুন বাংলাদেশ–এর ভারপ্রাপ্ত সম্পাদক মিনারুল হক।
জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সময় চরম ঝুঁকি ও প্রতিকূলতার মধ্যেও তিনি সাংবাদিকতার দায়িত্ব পালন করে দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছেন।

রোববার (৩ আগস্ট) ঢাকার তথ্য ভবন মিলনায়তনে আয়োজিত এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজ আলম।
অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

১৯৭ জন সাহসী সাংবাদিক পেলেন সম্মাননা
একই মঞ্চে জুলাই অভ্যুত্থানে শহীদ পাঁচজন সাংবাদিকের পরিবার, আহত সংবাদকর্মী এবং সাহসিকতার স্বীকৃতি পাওয়া সংবাদকর্মীদের তিনটি ক্যাটাগরিতে মোট ১৯৭ জন সাংবাদিককে এই সম্মাননা প্রদান করা হয়।
এটি দেশের গণমাধ্যম অঙ্গনে নতুন উৎসাহের সঞ্চার ঘটিয়েছে।

উপস্থিত ছিলেন যারা
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আলম

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ প্রমুখ।


অতীত অর্জনেও উজ্জ্বল
সাংবাদিক মিনারুল হক এর আগেও সিলেটের শাহজালাল কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা অর্জন করেন।
এছাড়াও সমাজ ও রাষ্ট্রবিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে লেখনির মাধ্যমে জনসচেতনতা তৈরি করে তিনি একাধিকবার সরকারি-বেসরকারি স্বীকৃতি ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

বান্দরবানের দুর্গম পার্বত্যাঞ্চলে সাংবাদিকতা করতে গিয়ে নানা প্রতিকূলতা ও ঝুঁকির মুখেও দায়িত্বশীল ও সাহসিকতার পরিচয় দিয়ে আসছেন মিনারুল হক।
তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো পার্বত্য সাংবাদিক সমাজের জন্য এক গর্বের অধ্যায়।

এদিকে
মিনারুল হকের এই সম্মাননা অর্জনে বান্দরবান প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তাঁরা বলেন, “এই অর্জন জেলার তরুণ সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

এই সম্মাননা নিঃসন্দেহে তাঁর চলার পথের প্রেরণা হয়ে থাকবে।
দেশের সাহসী ও নিরপেক্ষ সাংবাদিকতায় মিনারুল হক–এর মতো নির্ভীক সাংবাদিকদের অবদান ভবিষ্যতেও জাতিকে আলোকিত করবে—এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।

Không có bình luận nào được tìm thấy