সাভারে শ্রমিক নেতা কাজী মোহাম্মদ আলী মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা-দোয়া মাহফিল..

রতন হোসেন avatar   
রতন হোসেন
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাভারে বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা মরহুম কাজী মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন।শুক্রবার (২২ আগস্ট) দুপুরে সাভার বাসস্ট্যান্ডে উপস্থিত বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন।

বক্তারা বলেন, শ্রমিক নেতা কাজী মোহাম্মদ আলী গত বছরের ১৭ই আগস্টে ১৯৫৫ সালের ১৫ই মে তিনি জন্ম গ্রহন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি আজীবন আপোষহীন ভাবে শ্রমিকদের অধিকার ও লড়াই- সংগ্রামে জীবন অতিবাহিত করেছেন।

এসময় বক্তারা অর্ন্তবর্তীকালীন সরকারের শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নে আহ্বানের শ্রমিকদের রেশনিং চালু, শ্রমিক ছাটাই-নির্যাতন, বিভিন্ন শিল্প অঞ্চলের চলমান শ্রম অসন্তোষ দ্রুত নিরসন, মামলা- হামলা বন্ধ, শ্রমিকের নিয়োগ পত্র প্রদান, পরিচয় পত্র প্রদান, গনতান্ত্রিক শ্রম আইন প্রনয়ন, শ্রম আদালতে ১৫০দিনের মধ্যে মামলা নিস্পত্তি কর, জাতীয় মজুরী ঘোষনা কর, নারী ও শিশুদের নিরাপতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা,, ইপিজেড শ্রমিকদের শ্রম আইন অর্ন্তভুক্ত সহ সকল শিল্প কারখানায় ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত কর, বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারীদের নামে হয়রানী মুলক মিথ্যা মামলা প্রত্যাহার দাবী জানান।

এসময় উপস্থিত বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুমাইয়া ইসলাম, যুগ্ম সম্পাদক পারভীন আক্তার, কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক শফিউল আলম,মোঃ আবু কালাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,সাভার থানা কমিটির সাধারণ সম্পাদক আলী আকবর, আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ আক্কাস আলী সাগর, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের এমদাদুল ইসলাম, বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় নেতা রাসেল প্রমানিক, বাংলাদেশ পোষাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতা মজিদ পাটোয়ারী প্রমুখ।

 

 

 

 

 

 

 

Không có bình luận nào được tìm thấy