close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাভারে কিশোরকন্ঠ পাঠক ফোরামের কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ....

Yeasin Ahmed avatar   
Yeasin Ahmed
"কিশোরকন্ঠ পড়ব জীবনটাকে গড়ব"

"কিশোরকন্ঠ পড়বো জীবনটাকে গড়বো" এই স্লোগানকে সামনে রেখে কিশোরকন্ঠ পাঠক ফোরাম পাথালিয়া আদর্শ থানার উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান'২৫ আয়োজন করা হয়।

গতকাল সোমবার (১৯ মে) প্রগ্রেসিভ স্কুল এন্ড কলেজে ফোরামটির সেক্রেটারি মোহাম্মাদ আলীর সভাপতিত্বে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম ঢাকা জেলা উত্তরের স্কুল ও কলেজ সম্পাদক তামিমুল ইসলাম তামিম এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম ঢাকা জেলা উত্তরের সাবেক জেলা সেক্রেটারি আল আমিন হোসেন।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জ্ঞান-বিজ্ঞান ও ট্যাকনোলজিতে যারা যত বেশি অগ্রসর হবে তারাই পৃথিবীর নেতৃত্ব দিবে। উপস্থিত সবাইকে আগামী দিনের পৃথিবী পরিচালনার দায়িত্ব নিতে হবে। নৈতিকতা, মূল্যবোধ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে বলে জানান তিনি। 

প্রধান মেহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু পাঠ্যপুস্তক নিয়েই লেখাপড়া করলে চলবে না। নিজেদেরকে চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে। নীতি-নৈতিকতা জ্ঞান সম্পন্ন মানুষ তৈরি হলেই সমৃদ্ধ দেশ গঠন করা সম্ভব। তবেই মিলবে দুনিয়ায় প্রশান্তি ও পরকালীন মুক্তি।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফোরামের পাথালিয়া আদর্শ থানার দায়িত্বশীলবৃন্দ। পরবর্তীতে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এতে প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

 

আইনিউজ বিডি/ইয়াসিন

কোন মন্তব্য পাওয়া যায়নি