close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাবেক সংসদ সদস্য কৃষক লীগের নেত্রী শামীমা ও শেখ হাসিনার সাবেক সহকারী সচিব আশরাফ সিদ্দিকী গ্রেপ্তার..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
সাবেক সংসদ সদস্য কৃষক লীগের নেত্রী শামীমা আক্তার ও শেখ হাসিনার সাবেক সহকারী সচিব আশরাফ সিদ্দিকী গ্রেপ্তার..

রাজধানীর জিগাতলা থেকে সাবেক সংসদ সদস্য কৃষক লীগের নেত্রী শামীমা আক্তার খানম ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আজ শনিবার বিকেলে তাঁদের গ্রেপ্তার করে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া হয়েছে ।

তালেবুর রহমান মিডিয়া কে বলেন, সাবেক সংসদ সদস্য শামীমা আক্তারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধেও মামলা রয়েছে। তাঁরা ছাত্র–জনতার অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা একাধিক হত্যা মামলার আসামি। আগামীকাল রোববার তাঁদের আদালতে নেওয়া হবে।
সুনামগঞ্জ থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শামীমা আক্তার খানম। অন্যদিকে ছাত্রলীগের রাজনীতি করে আসা আশরাফ সিদ্দিকী আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনে (সিআরআই) কাজ করেন। পরে তিনি শেখ হাসিনার সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পান।

Nema komentara


News Card Generator