close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাবেক প্রধান শিক্ষক আবু তাহের চৌধুরীর ইন্তেকালঃ বিভিন্ন মহলের শোক..

সালাউদ্দীন মুন্না avatar   
সালাউদ্দীন মুন্না
হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু তাহের চৌধুরীর ইন্তেকালে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমেছে।..

মোঃ সালাউদ্দীন, চট্টগ্রাম (হাটহাজারী) প্রতিনিধিঃ
হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক  মুহাম্মদ আবু তাহের মিয়া চৌধুরী (৯২) শনিবার রাতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি চট্টগ্রাম মহানগর একটি হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে নাতি মাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

রবিবার সকাল ১০টায় চট্টগ্রাম প্যারেড মাঠে প্রথম জানাজা ও বাদ জোহর হাটহাজারী উপজেলার ১০নং উত্তর মাদার্শা ইউনিয়নের তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাাদরাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে ফতেহ আলী চৌধুরী বাড়ীর পারিবারিক কবরে মরহুমকে দাফন করা হয়।

আবু তাহের মিয়া চৌধুরী উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়, মাদার্শা বহুমূখী উচ্চ বিদ্যালয়,হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়,রাউজান উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি   বিদ্যালয়ে সাফল্যের সহিত প্রধান শিক্ষকের দায়িত্ন পালন শেষ অবসর গ্রহন করেন। তিনি শিক্ষক সমিতির উপজেলা ও জেলা পর্যায়ে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
বিভিন্ন মহলের শোক:এদিকে আবু তাহের মিয়া চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম জেলা ওলামা সভাপতি মাওলানা জামাল হোসাইন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম, হাটহাজারী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরী, চট্টগ্রাম ৫ হাটহাজারী আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী, হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবুল বাশার, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গিয়াস উদ্দিন, হাটহাজারী পার্বতী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন। 

নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। 

Keine Kommentare gefunden


News Card Generator