close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাবেক এমপি ও ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয় গ্রেফতার

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে পুলিশ..

বুধবার (২ জুলাই) দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি জানান, দুর্জয়ের বিরুদ্ধে ৫ আগস্টের একটি ঘটনার পাশাপাশি একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। এসব বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি টিম রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ডিআইজি আরও বলেন, "তথ্য ও প্রমাণ পর্যালোচনা করেই তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।"

নাইমুর রহমান দুর্জয় মানিকগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন।

Комментариев нет