ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন ভালুকায় সাবেক সংসদ সদস্য ডা. আমানুল্লাহ চৌধুরী সাহেবের কবর জিয়ারত করেন।
এই সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব মোহাম্মদ মোর্শেদ আলম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও ভালুকা উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন।
তাঁদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা।
কবর জিয়ারতের সময় সবাই মরহুম ডা. আমানুল্লাহ চৌধুরী সাহেবের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন।
নেতৃবৃন্দ বলেন, ডা. আমানুল্লাহ চৌধুরী ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব নেতা, যাঁর নেতৃত্ব ও অবদান আজও ভালুকার জনগণের হৃদয়ে অম্লান হয়ে আছে। তাঁরা তাঁর আদর্শকে বুকে ধারণ করে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।