রামপুরায় এক যুবককে লক্ষ্য করে গুলি ও দুইজনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পলাতক ৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে লক্ষ্য করে গুলি চালানো ও দুইজনকে হত্যা মামলার অভিযোগ আমলে নিয়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ চার পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। রোববার (১০ আগস্ট) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির তারিখ ১৭ আগস্ট নির্ধারণ করা হয়।
গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত আসামিরা হলেন—সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান, রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার এবং রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।
গত ৩১ জুলাই মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। এর আগে গত ১৪ জুলাই ট্রাইব্যুনাল দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছিল। সেদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই বিকেলে চলমান ছাত্র-জনতার আন্দোলনের সময় ব্রাহ্মণবাড়িয়ার আমির হোসেন ঢাকার রামপুরায় ফুপুর বাসায় ফিরছিলেন। পথে বনশ্রী-মেরাদিয়া সড়কে পুলিশ ও বিজিবির উপস্থিতি দেখে আতঙ্কিত হয়ে তিনি পাশের একটি নির্মাণাধীন ভবনের ছাদে উঠে যান। প্রাণ রক্ষার জন্য তিনি ছাদের কার্নিশের রড ধরে ঝুলে পড়েন। এ সময় পুলিশ পিছু নিয়ে ভবনে উঠে যায় এবং সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার তার দিকে ছয় রাউন্ড গুলি ছোড়ে।
গুলিবিদ্ধ হয়ে আমির হোসেন তিনতলায় পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বনশ্রীর একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দীর্ঘ চিকিৎসার পর তিনি বেঁচে বাড়ি ফেরেন।
উল্লেখ্য, চঞ্চল চন্দ্র সরকারকে গত ২৬ জানুয়ারি রাতে খাগড়াছড়ির দীঘিনালা থেকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে ঢাকা মহানগর পুলিশের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন প্রসিকিউটর তানভীর হাসান জোহার।