close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

রূপগঞ্জে রাজউকের অনুমোদনহীন পাঁচ ভবনের নির্মাণ কাজ বন্ধ..

Jahid sumon Crime Correspondent avatar   
Jahid sumon Crime Correspondent
****

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজউকের অনুমোদন ছাড়া নির্মিত পাঁচটি ভবনের নির্মাণ কার্যক্রম বন্ধ করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বুধবার (২১ মে) দুপুরে উপজেলার বরপা এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এ পদক্ষেপ নেওয়া হয়।

 

অভিযানে চারটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়। পাশাপাশি একটি বহুতল ভবনের দুটি ফ্লোরের আংশিক ভাঙচুর করা হয়েছে।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন জানান, অভিযুক্ত ভবনগুলো নির্মাণে সংশ্লিষ্টদের পৌরসভার অনুমোদন থাকলেও রাজউকের অনুমোদনের কোনো প্রমাণ দেখাতে পারেননি তারা। পাশাপাশি পৌরসভার অনুমোদিত নকশাও মানা হয়নি। নকশা লঙ্ঘন করে নির্মাণ কার্যক্রম পরিচালিত হচ্ছিল, যার প্রেক্ষিতে সংশ্লিষ্ট ভবনগুলোর নির্মাণ কাজ বন্ধ করা হয়।

 

তিনি আরও বলেন, ভবন মালিকদের কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় তাৎক্ষণিক কোনো আর্থিক জরিমানা আরোপ করা সম্ভব হয়নি। তবে রাজউকের অনুমোদন ও নকশা বহির্ভূত নির্মাণের বিরুদ্ধে এ ধরনের উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

 

 

نظری یافت نشد