রথীন্দ্র নাথ নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে নিজেই মারা গেলেন..

Ranajit Barman avatar   
Ranajit Barman
বৃহস্পতিবার(২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মুন্সিগঞ্জ ইউপির জেলেখালী গ্রামে। তিনি জেলেখালী গ্রামের মৃত শচীন রপ্তানের ছেলে।..

 রথীন্দ্র নাথ নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে নিজেই মারা গেলেন

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার  শ্যামনগর উপজেলায় ঘেরের পাড়ে চাষকৃত সবজি বাগানে ইদুরের উপদ্রব ঠেকাতে রথীন্দ্র নাথ রপ্তান (৪৭) নামে এক ব্যক্তি নিজের পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে নিজেই মারা গেলেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মুন্সিগঞ্জ ইউপির জেলেখালী গ্রামে। তিনি জেলেখালী গ্রামের মৃত শচীন রপ্তানের ছেলে।

স্থানীয় বাসিন্দা প্রভাষক পরিমল রায় সহ অন্যান্যরা জানান অন্যের জমি হারি নিয়ে রথীন্দ্র নাথ মাছের ঘেরে মাছ চাষ ও ঘেরের আইলে সবজি চাষ করেন। সবজিক্ষেতে ইদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। পর অসাবধানতাবশত নিজের পেতে রাখা ফাঁদে বৃহস্পতিবার সন্ধ্যায় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ঘেরের পানিতে পড়ে যান।
স্থানীয়রা আরও জানায় বিকালে রথীন্দ্র নাথ বাড়ীথেকে বের হন আর বাড়ী ফেরেননি। সন্ধ্যায় তার স্ত্রী তাকে খোঁজাখুজির এক পর্যায়ে ঘের পানিতে পড়ে থাকতে দেখে পাশ্ববতী লোকজনকে ডেকে তার মরদেহ উদ্ধার করে ।

স্থানীয় ইউপি সদস্য দেবাশিষ গায়েন বিষয়টি নিশ্চিত করেন।

ছবি- শ্যামনগরে ঘেরের পাড়ে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মৃত রথীন রপ্তান।

 

没有找到评论


News Card Generator