আটক মাদক ব্যবসায়ী রফিক হোসেন রৌমারী সদর ইউনিয়নের চর নতুনবন্দর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের চর নতুনবন্দর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়ি থেকে ২২ হাজার ১০০পিস ইয়াবাসহ রফিক হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
ওসি লুৎফর রহামন আরও জানান, ওই আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। আগামীকাল মঙ্গলবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।