আজ ৮ জুন (বাংলাদেশ সময় : ৯ জুন) জার্মানির অ্যালিয়াঞ্জ অ্যারেনায় উয়েফা নেশন্স লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও স্পেন। সবকিছু ছাপিয়ে এই ম্যাচের কেন্দ্রবিন্দুতে রোনালদোর সাথে লামিন ইয়ামালের দ্বৈরথ। রোনালদো ফুটবল সেরাদের একজন, অন্যদিকে মাত্র ১৭ বছর বয়সেই নিজেকে পরিণত করেছে বিশ্বসেরাদের একজন। এমনকি এই মৌসুমের ব্যালন ডি'অরের অন্যতম ফেবারিট প্রতিযোগী।
চলতি মৌসুম স্বপ্নের মতো কাটিয়েছেন ইয়ামাল। বার্সেলোনাকে লা লিগা ও কোপা দেল রে'র শিরোপা জেতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। খেলেছেন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল ও। সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় নিতে হয়েছে বার্সাকে। এই মৌসুমে তিনি । ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট করে৷
ইয়ামালের হাতে ব্যালন দেখছেন না বলে নিজেই জানিয়েছেন রোনালদো এদিকে ইয়ামালের ওপর অতিরিক্ত চাপ দেখে শঙ্কাও প্রকাশ করেছেন পর্তুগিজ মহাতারকা। নেশন্স লিগের ফাইনালের আগে গণমাধ্যমকে রোনালদো বলেন, 'লামিনে ইয়ামাল দারুণ করছে, সে তার প্রতিভার পূর্ণ ব্যবহার করছে। এখন বাচ্চাটাকে বেড়ে উঠতে দিন এবং তার ওপর অতিরিক্ত চাপ দেবেন না। তাকে সময় দিন এবং ভালোভাবে গড়ে উঠতে দিন, তার ওপর থেকে চাপ সরিয়ে দিন। তার প্রতিভার অভাব নেই।'
এবারের ব্যালন ডি'অর কার হাতে যাবে, এমন এক প্রশ্নের উত্তরে রোনালদো বলেন, 'এই ব্যক্তিগত পুরস্কারগুলো এখন আর আগের মতো ঐক্যমত্যে হয় না; আমি বলতে পারি না কে জেতা উচিত। আমার মতে, যারা চ্যাম্পিয়ন্স লিগ জিতে এবং নিজেদের উজ্জ্বল করে তোলে, তাদেরই জেতা উচিত। তবে এখন আর কোনও ঐক্যমত্য নেই। আমি ব্যক্তিগত পুরস্কারে তেমন বিশ্বাস করি না, কারণ আমি জানি পর্দার আড়ালে কী ঘটে। লামিন জিততে পারে, যেমন দেম্বেলে বা ভিতিনিয়াও, যারা উদীয়মান খেলোয়াড়… কিন্তু ব্যক্তিগত পুরস্কারের কোনো গুরুত্ব নেই।