close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

রংপুরে বৈষম্যবিরোধী ২ নেতাকে সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদ, ছুটে এলেন সারজিস..

Anowarul Islam Rony avatar   
Anowarul Islam Rony
রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও জেলা আহ্বায়ক ইমরান আহমেদকে জিজ্ঞাসাবাদ করেছ..

শনিবার (৩১ মে) মধ্যরাতে রংপুর নগরীর পায়রা চত্বরে সেনাবাহিনীর সাড়াশি অভিযানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে রাত দেড়টায় ঘটনাস্থলে ছুটে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি ঘটনাস্থলে ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সাথে কথা বলেন। ঘটনাস্থলে ডাকা হয়েছে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন ও জেলা সদস্য সচিব আনিছুর রহমান লাকুকে। তাদের কাছেও জানতে চাওয়া হচ্ছে এই হামলার সাথে তাদের নেতাকর্মীরা জড়িত কিনা।

 

ঘটনাস্থলে মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, সেনাবাহিনীর পক্ষ তাদেরকে ফোন দিয়ে কোথায় আছে জানতে চাওয়া হলে তারা পায়রা চত্বরে আছেন বলে জানালে সেনাবাহিনী সদস্যরা সেখানে চলে আসেন। হামলার ঘটনায় জড়িতদের পরিচয় সনাক্তে তাদেরকে ভিডিও ফুটেজ দেখিয়ে জানতে চাওয়া হয়েছে । ঘটনাস্থলে বিএনপির মহানগর কমিটির আহ্বায়ক শামসুজ্জামান সামু বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে এখানে ডাকা হয়েছে। তারা আমাদের কাছে জানতে চেয়েছেন সেদিনের হামলার ঘটনায় দলের কেউ জড়িত কিনা এবং বেশ কয়েকটি ভিডিও ফুটেজ দেখিয়েছেন। এখান থেকে একজনকে শনাক্ত করেছি। এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপের দলের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। সন্ত্রাসী কার্যকলাপকে দল প্রশ্রয় দিবেনা। 

 

গত (৩০ মে) শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাড়ি ‘দ্য স্কাই ভিউতে’ হামলার ঘটনায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার সময়কার ভিডিও ফুটেজ এবং স্থিরচিত্র দেখিয়ে হামলাকারীদের পরিচয় জানতে চাচ্ছেন সেনাবাহিনী।

 

এর আগে রাত সাড়ে ১১টায় রংপুর মহানগর কোতোয়ালি থানায় গিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, ও চেয়ারম্যান রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের ১৮ জন নেতা কর্মীর বিরুদ্ধে মামলার আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুরের সংগঠক আলমগীর রহমান নয়ন বাদী হয়ে।

 

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ফেসবুক পোস্ট লিখেছেন, রংপুরে ফ্যাসিস্টদের দোসরদের গ্রেফতার না করে অভ্যুত্থানের সহযোদ্ধাদের বিব্রত করলে আগামীকাল আবার দেখা হবে রংপুরের রাজপথে।

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ঢাকার পথে রওনা দিয়েছিলাম রংপুর এরিয়ার মধ্যে থাকাকালীন জানতে পারলাম এনসিপির ২ নেতাকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে তাই ছুটে আসা। সকলে জানেন রংপুরের সাবেক মেয়র তার ক্ষমতার পুর্নবহালের জন্য বিক্ষোভ করে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করছে। যেহেতু তারা আওয়ামী দোসর, ক্ষমতার জন্য নিকোসিয়েটের জন্য আ' লীগের সঙ্গে ভোট করেছে, তাদের এই বিব্রতকর পরিস্থিতিতে এনসিপি অবশ্যই জুলাই গণঅভ্যুত্থানের জাগ্রত হিসেবে প্রতিবাদ জানিয়েছে। তবে জাতীয় পার্টির নেতাকর্মীরাই আগে ককলেট ও লাঠি সোটা নিয়ে হামলা করেছে এর ভিডিও ফুটেজ আছে। পরে জিএম কাদেরের বাড়িতে এনসিপিরা হামলা করেছে কি না তা অবশ্যই তদন্ত করে দেখা হোক। তারাও আর জিজ্ঞাসাবাদের জন্য এত রাতে না ডেকে অফিস টাইমে ডাকলে তারা অবশ্যই সহযোগিতা করবে।

Walang nakitang komento


News Card Generator