রক্ত দান

Sanaullah As Sudais avatar   
Sanaullah As Sudais
হিজলায় রক্তদানে মানবতার অনন্য দৃষ্টান্ত—প্রতিদিন ৫ থেকে ৭ ব্যাগ রক্ত প্রদান করছে "কুরআন ই-নুর ব্লাড ব্যাংক"..

হিজলায় রক্তদানে মানবতার অনন্য দৃষ্টান্ত—প্রতিদিন ৫ থেকে ৭  ব্যাগ রক্ত প্রদান করছে "কুরআন ই-নুর ব্লাড ব্যাংক"

 সানাউল্লাহ আস সুদাইস হিজলা উপজেলা  প্রতিনিধি। 

বরিশালের হিজলা উপজেলায় রক্তদানের ক্ষেত্রে গড়ে উঠেছে এক ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ—"কুরআন ই-নুর ব্লাড ব্যাংক"। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ভিত্তিতে পরিচালিত এই সংগঠনটি ইতোমধ্যে এলাকার মানুষের আস্থা অর্জন করেছে এবং প্রতিদিন গড়ে ৫ থেকে ৭ ব্যাগ রক্ত স্বেচ্ছায় সরবরাহ করে বহু মানুষের প্রাণ রক্ষায় অনন্য ভূমিকা রাখছে।

সেবামূলক এই সংগঠনের সদস্য সংখ্যা বর্তমানে ২,০০০ জনেরও বেশি, যারা রক্তের প্রয়োজনে দিন-রাত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। সংগঠনের সদস্যরা শুধু রক্তদাতা নন, তারা একেকজন মানবতার দূত হিসেবে পরিচিতি পেয়েছেন এলাকায়।

সংগঠনের নেতৃত্বে রয়েছেন –

সভাপতি: সানাউল্লাহ আস-সুদাইস

প্রধান উপদেষ্টা: হাফেজ আহমাদুল্লাহ

সিনিয়র উপদেষ্টা: হাফেজ মাওলানা আব্দুল্লাহ আনসারী ও মাওলানা আলমগীর হোসাইন

হিজলা থানা পরিচালক: মাওলানা জাহিদুল ইসলাম

৪নং বড়জালিয়া ইউনিয়ন প্রধান উপদেষ্টা: আব্দুল্লাহ বিন কালাম

এছাড়া অসংখ্য স্বেচ্ছাসেবক দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সংগঠনের কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করতে।

🩸 রক্তদান – মানবিকতার সেবায় অগ্রণী ভূমিকা
"কুরআন ই-নুর ব্লাড ব্যাংক" শুধু একটি সংগঠন নয়; এটি একটি আন্দোলন, যা সমাজে মানবিকতা, সহানুভূতি এবং ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলছে। হঠাৎ দুর্ঘটনা, জটিল অপারেশন কিংবা অসুস্থ রোগীদের জন্য সংগঠনটি দ্রুততম সময়ে রক্তের ব্যবস্থা করে দিচ্ছে।

🤲 সবার দোয়া কামনা:
এই সেবামূলক উদ্যোগ আরও সম্প্রসারিত ও টেকসই হোক—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
আল্লাহ তাআলা যেন এই সংগঠনের প্রতিটি সদস্যের এই ত্যাগ ও সেবাকে কবুল করেন। আমিন।

לא נמצאו הערות