close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

র‍্যাবের হাতে পাইকগাছা থেকে ধরা সাতক্ষীরার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামী..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো. আরিফুল ইসলাম (রাসেল) গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত রাসেল পাইকগাছা থানার বোয়ালিয়া মোড় থেকে গ্রেপ্তার করা হয়..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো. আরিফুল ইসলাম (রাসেল) গ্রেপ্তার হয়েছে।

সোমবার (২১ এপ্রিল '২৫) দুপুরে খুলনা জেলার পাইকগাছা থানার বোয়ালিয়া মোড় হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম (রাসেল) আশাশুনির কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামের মো. ইশার আলী সরদারের ছেলে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত উক্ত রাসেল ১১ বছর ধরে পলাতক ছিল। র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প সুত্র জানায়, ২০১৩ সালে আফিম পরিবহনকালে উক্ত রাসেল রাজবাড়ী থেকে গ্রেপ্তার হয়। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর ৩ (ক) ধারায় একটি মামলা রুজু হয়। অপরাধ প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন। সেখান থেকে সে পালাতক ছিল।

র‍্যাব জানায়, রাসেল ডিএমপি’র উত্তরা পশ্চিম থানায় দায়েরকৃত আরেকটি মাদক মামলা রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

Geen reacties gevonden