close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

র‍্যাব-১০ এর অভিযানে কষ্টিপাথরের মূর্তি ও বিদেশি মদ উদ্ধার, গ্রেফতার ৪..

ইস্পাহানী ইমরান avatar   
ইস্পাহানী ইমরান
রাজধানীর বেইলি রোডের একটি ফ্ল্যাটে র‍্যাব-১০ এর অভিযানে তিনটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি ও বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় চারজন চোরাকারবারীকে আটক করা হয়।..

রাজধানীর বেইলি রোডের একটি ফ্ল্যাটে র‍্যাব-১০ এর অভিযানে প্রায় ৩৪ কোটি টাকা মূল্যের তিনটি কষ্টিপাথরের মূর্তি ও ৪০ লাখ টাকা মূল্যের বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। অভিযানে চোরাচালান চক্রের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে।

২৭ মে (মঙ্গলবার) বিকেল ৩টা ১০ মিনিটে বেইলি হাইটসের চতুর্থ তলায় এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন: মোহাম্মদ জাকির হোসেন (৬৫), পিতা- শাহারুজ্জামান, ভোলা ,আহমদ মোস্তফা (৪৪), পিতা- নজরুল ইসলাম, রংপুর , মোঃ আনারুল হক (৪৮), পিতা- আব্দুল আজিজ, ময়মনসিংহ ,মোঃ হাবিবুর রহমান (৪২), পিতা- মোঃ রহিম, মাদারীপুর

উদ্ধারকৃত মূর্তিগুলোর মধ্যে দুটি বিষ্ণুদেবের ও একটি গরুর আকৃতির। মূর্তিগুলোর ওজন যথাক্রমে ৮৮.৯৫ কেজি, ১৯.৬৫ কেজি ও ৯২.৬৯ কেজি। রাজেন্দ্রপুরের স্বর্ণকার দ্বারা পরীক্ষার পর এগুলো কষ্টিপাথরের মূল্যবান প্রত্ননিদর্শন হিসেবে শনাক্ত করা হয়।

র‍্যাব জানায়, আটকরা দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে মূর্তি ও বিদেশি মদ সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে মজুদ করছিল।

ঘটনার বিষয়ে র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান, পিপিএম (এডিশনাল ডিআইজি) কেরানীগঞ্জ থেকে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

לא נמצאו הערות